বেনাপোল প্রতিনিধিঃ যশোরের সীমান্ত শহর বেনাপোলে ৪০টি সোনার বারসহ ইকবল (৩০) ও রনি (২৮) নামে দু’যুবক আটক হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল বড় আচড়া টার্মিনাল মোড় থেকে তাদের আটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বেনাপোল ক্যাম্পের সুবেদার সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ইকবল বড় আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। রনি একই এলাকার আজিজুল মুন্সীর ছেলেও চিহ্নিত চোরকারবারী গোলদারের ভাই।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার লাল মিঞাজানান, সোনা আটকের বিষয়টি সঠিক। তবে বিস্তারিত তথ্য জানার জন্য ব্যাটেলিয়নে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, জানান সোনা আটক হয়েছে। তবে এখনো গণনা করা হয়নি কত পিচ বা তার ওজন কত ।
তবে আপনাদের দুপুরের মধ্যে প্রেসবিফিং এর মধ্যে সোনা আটকের বিষয়টি জানানো হবে বলে তিনি জানান।